
দক্ষিণ-পূর্ব এশিয় দেশগুলোর জন্য মেইট এইট এবং জিআর ফাইভ মডেলের দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করল হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপ।
থাইল্যান্ডের ব্যাংককে পাঁচজন বাংলাদেশি তারকাসহ ১১টি মার্কেটের পাঁচ শতাধিক অতিথি ও হুয়াওয়ে পণ্য দূত মিয়ানমারের জনপ্রিয় অভিনেতা উত মোনে শো ই, থাইল্যান্ডের অভিনেতা টেরাডেচ অ্যালেক ম্যাটাওয়ারাউত ও অ্যানান্ডা এভারিংহামের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মার্টফোন দুটির মোড়ক উন্মোচন করা হয়েছে। বাংলাদেশি তারকাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলিটা করিম, আশফাক নিপুন, সম্প্রীতি রিদওয়ানা রহমান, বুলবুল টুম্পা ও সোনিয়া হোসেন।
এ সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার হুয়াওয়ে বিজনেস কনজ্যুমার গ্রুপের প্রেসিডেন্ট থমাস লিউ বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার স্মার্টফোন বাজারে গত ২০১৫ সালে ৭০ শতাংশের রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধির সফলতা পায় হুয়াওয়ে। গত বছর সারা বিশ্বে ১০৮ মিলিয়ন ডিভাইস রফতানি করে আমরা আয় করেছি ২০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। বর্তমানে আমরা বিশ্বের শীর্ষ তিনটি স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় স্থান করে নিয়েছি।’