একজন মানুষকে কতটা পথ হাঁটতে হয়
তাকে তুমি মানুষ হিসেবে ডাকার জন্য
একটা সাদা ঘুঘুকে কতটা সমুদ্র ভ্রমণ করতে হয়
যাতে সে ক্লান্ত হয়ে বালুতে শুয়ে পড়ে
আর কতোবার গির্জার ফেরেস্তাকে উড়তে হয়
যাতে করে তারা চিরতরে শান্ত হয়ে যায়।
এর উত্তর আমার বন্ধু বাতাসে ভাসছে
এর উত্তর বাতাসে ভাসছে
হ্যাঁ আর ক’বছরই একটা পাহাড় বেঁচে থাকতে পারে
তা সমুদ্রের মাঝে বিলীন হওয়ার পূর্বে
আর ক’বছর কতিপয় মানুষ বাঁচতে পারে
তারা স্বাধীনতার স্বাদ নেওয়ার পূর্বে।
আর কতোবার একজন মানুষ তার দৃষ্টি এড়াতে পারে
আর ভান করতে পারে সে তেমন কিছুই দেখেনি।
এর উত্তর আমার বন্ধু বাতাসে ভাসছে
এর উত্তর বাতাসে ভাসছে
আর কতোবার একটা মানুষকে তাকাতে হয়
আকাশের দিকে দৃষ্টি দেওয়ার পূর্বে
আর কতটাই বা কান একজন মানুষের অবশ্য থেকে থাকে
অন্য মানুষের কান্না শোনার পূর্বে
আর কতটা মানুষ মৃত্যুর পর সেই সত্যি জানবে
অনেক মানুষ মৃত্যুবরণ করেছে।
এর উত্তর আমার বন্ধু বাতাসে ভাসছে
এর উত্তর বাতাসে ভাসছে