সন্ত্রাসী অপরাধ করে
জঙ্গিরা সাথে করে পাপ
এটাকে দেখে যারা
থাকে চুপচাপ,
তারা কেন মাফ পায়
বাড়ে পরিতাপ।
শাঁখের করাত হয়ে
রাত কেটে
দিন কেটে
করে ফালি ফালি
লিখি রক্তের
রাঙা-ভাঙা জলে
জঙ্গিরে ধিক্কার শুধু
ধিক্কার খালি।
সন্ত্রাসী অপরাধ করে
জঙ্গিরা সাথে করে পাপ
এটাকে দেখে যারা
থাকে চুপচাপ,
তারা কেন মাফ পায়
বাড়ে পরিতাপ।
শাঁখের করাত হয়ে
রাত কেটে
দিন কেটে
করে ফালি ফালি
লিখি রক্তের
রাঙা-ভাঙা জলে
জঙ্গিরে ধিক্কার শুধু
ধিক্কার খালি।