
এবারের একুশের বইমেলার শুরুতেই এসেছে গুলতেকিন আহমেদের প্রথম কবিতার বই ‘আজো, কেউ হাঁটে অবিরাম’, গুলতেকিন খান নামে।
সোমবার বইমেলার প্রথম দিন থেকে প্রকাশনা সংস্থা তাম্রলিপির স্টলে বইটি এলেও এর প্রকাশনা উৎসব হবে আগামী ৫ ফেব্রুয়ারি।
তাম্রলিপির মালিক তারিকুল ইসলাম রনি বলেন, “এটি গুলতেকিন খানের প্রথম বই। ৫ ফেব্রুয়ারি বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এর প্রকাশনা উৎসব হবে।”
গুলতেকিন বইটি উৎসর্গ করেছেন দাদা প্রিন্সিপাল ইব্রাহীম খানকে, লিখেছেন-‘প্রথম পাঠক, পথ প্রদর্শক, আমার দাদা প্রিন্সিপ্যাল ইব্রাহীম খানকে’।
হুমায়ূনের অনেক বইয়ের প্রচ্ছদশিল্পী ধ্রুব এষের আঁকা প্রচ্ছদে গুলতেকিনের বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক হুমায়ূন যখন উপন্যাস লিখতে শুরু করেছিলেন, তখন তাকে বিয়ে করেছিলেন গুলতেকিন। ৩২ বছরের দাম্পত্যে চার সন্তানের বাবা-মা হন তারা।
২০০৫ সালে গুলতেকিনের সঙ্গে বিচ্ছেদের পর হুমায়ূন বিয়ে করেন শাওনকে। তবে গুলতেকিনের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে দেখা গেছে এই লেখকের পরিবারের সদস্যদের।