
‘উন্নয়নের মূলধারায়’ সেøাগানকে সামনে রেখে দৈনিক আলোকিত বাংলাদেশের লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন আলোকিত বন্ধু ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। লেখক ও কবি মোঃ আবু সাঈদ মোল্লার আহ্বানে সুন্দর মনের বন্ধুদের নিয়ে জেলা বন্ধু ফোরাম গঠন করা হয়। সভায় বন্ধুরা কবি ও লেখক মোঃ আবু সাঈদ মোল্লার কবিতা ‘মেঘ পুরুষ’ পাঠ করে। বাল্যবিয়ের কুফল নিয়ে আলোচনা ও মাদকমুক্ত সমাজ গড়তে বন্ধুদের আহ্বান করা হয়। জেলা ফোরামের আহ্বায়ক মোঃ আবু সাঈদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফ, রেহেনা পারভীন ও দিলসাদ আরা সুলতানা। সদস্য সচিব দোলন চন্দ্র। সম্মানিত সদস্য আফরোজা রিতু, শামছুল হক, আল-আমিন, রোকসানা খাতুন, কান্তা সরকার, আবদুল্লাহ আল-মামুন, সুজন রায়, আরিফ সরকার, হোসনে আরা, আয়েশা সিদ্দিকা, সোহাগ, লতিফুর রহমান, আসাদুজ্জামান, সোহান ও শফিকুল ইসলাম।
আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা বন্ধু ফোরাম