
দেশের জনপ্রিয় দুই তারকা তাহসান ও শখ। কিন্তু দর্শক কখনোই পর্দায় তাঁদের একসঙ্গে দেখতে পাননি। ভক্তদের জন্য সুখবর, প্রথমবারের মতো নাটকে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তাঁরা দুজন। নাটকের নাম ‘তোমায় ভালোবেসে’।
তানিন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করবেন মোর্শেদ রাকিন। নাটকটির শুটিং হবে আগামী ১৮ ও ১৯ মার্চ। বিষয়টি জানিয়েছেন প্রযোজক সাব্বির চৌধুরী।
শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান প্রযোজক সাব্বির চৌধুরী।