দেশমাতা আমরা তোমার মাতৃভক্ত বায়েজিদ।
মা বলে ডাকব এই কি ছিল মোদের অপরাধ?
দিয়েছি জান, হয়েছি কোরবান
তবু ভুলি নাই ঘুম পাড়ানির গান
মোদের শপথ লড়েছি আপ্রাণ
আসুক বোমা-বুলেট-জরিমানা
জুজুর ভয় আর বর্গিরা হানা দিবে কত
আমরা বঙ্গ সন্তান কত হাজার মাত্র।
মিছিলে মিছিলে ছড়ালো আগুন, জোর প্রতিবাদ
মুখরিত হলো বাংলার অলিগলি রাজপথ।
নির্মম এক ঝলক অগ্নি বুলেট
স্তব্ধ করে দিলো টগবগে প্রাণ
যারা ছিল রফিক, জব্বার, বরকত
বায়ান্নর ভাষা ইতিহাসে শহীদদের নাম
সদস্য, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ
বন্ধু ফোরাম