
সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ গড়ার কাজে নিবেদিত থাকার প্রত্যয় ব্যক্ত করে দনিয়া এসআর টিউটরিয়াল হোম ও তুষারধারা ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী বন্ধুরা। দনিয়া বন্ধু ফোরামের আহ্বায়ক ও এসআর টিউটরিয়াল হোমের পরিচালক নূর হোসেন সুমন বলেন, ভালোভাবে লেখাপড়া ছাড়া জীবনে বড় হওয়া যায় না। তিনি সব শিক্ষার্থীকে সুন্দর সমাজ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। সুনামের সঙ্গে পাঠ্য শিক্ষার পাশাপাশি মানবতার কল্যাণে অপরিসীম ভূমিকা রেখে চলছে এসআর টিউটরিয়াল হোম। ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোঃ আসাদুজ্জামান বলেন, সুন্দর কাজের মাধ্যম হবে বন্ধু ফোরাম। সভায় উপস্থিত ছিলেন আলোকিত বন্ধু ফোরামের কো-অর্ডিনেটর মুহাম্মদ আশরাফ বিন সামসুদ্দিন, বন্ধু আরিফুজ্জামান, শেখ রাফিনসহ আরও অনেকে।
সদস্য, কদমতলী বন্ধু ফোরাম