
দক্ষিণ ভারতের ৯৮ বছর বয়সী এক বৃদ্ধা নানাম্মাল আম্মা ছোটবেলা থেকেই যোগাসন করে আসছেন। এই যোগাভ্যাস তাকে এখনও নীরোগ রখেছে।
নানাম্মাল আম্মা জীবনে কখনও হাসপাতালে যাননি। এই যোগাসন তিনি শিখেছিলেন বাপ-ঠাকুর্দার কাছ থেকে, যারা ছিলেন কৃষক। সূত্র : বিবিসি বাংলা