
বিয়ে প্রত্যেক মানুষের জন্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মুহূর্তগুলো সবার জীবনেই স্মরণীয় হয়ে থাকে। বিয়ের সময়টাকে অনেকেই স্মরণীয় করে রাখতে চান। এজন্য নতুন নতুন আর ভিন্ন ধরণের পন্থাও বেছে নেন কেউ কেউ।
এমনই এক ভিন্নধর্মী আর দুঃসাহসিক পথ বেছে নিলেন ভারতের একটি জুটি। যারা তাদের বিয়ের কাজটি সেরেছেন মাটি থেকে ২০৫ ফুট উপরে। তাও আবার ঝুলন্ত দড়ির রাস্তার উপর। শুধু বর-কনে দিয়েই তো আর বিয়ে সম্পন্ন হয়না তাই সঙ্গে একজন ধর্মযাজকও ছিলেন।
দেখুন ঝুলন্ত বিয়ের সেই মুহূর্তটি