
বিশ্বজুড়ে হাজার রকমের প্রতিযোগিতার প্রচলন আছে। শুধু দৌড় প্রতিযোগিতার বৈচিত্র্য তুলে ধরলেই আশ্চর্য হতে হয়। একসময় ঘোড়া দৌড়, হাতির দৌড়ের প্রচলন ছিল। এখন মোটরবাইক, গাড়ি দৌড়ানোর প্রতিযোগিতা দেখা যায় হরহামেশাই।
দৌড় প্রতিযোগিতায় এবার যোগ হয়েছে নতুন মাত্রা। স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড়াতে হবে। পার হয়ে যেতে হবে দুর্গম পথ। কখনও সমতল, কখনও খাদ রয়েছে এ পথে। অবশেষে মিলবে গন্তব্যের দেখা।
সম্প্রতি বেলারুশে আয়োজন করা হয় বিশেষ এ প্রতিযোগিতার। এতে ১৫ দম্পতি ৫০০ মিটারের এ দৌড়ে অংশ নেন। দৌড় চলাকালে স্ত্রী থাকবেন স্বামীর কাঁধে। এ কারণে স্বামীকে হতে হবে সুঠামদেহী ও শক্তিশালী। স্ত্রীকে দৌড়ানোর সময় কোনোভাবেই মাটিতে রাখা যাবে না। সূত্র : বিবিসি