
জিমে এসেছিলেন এক নারী ব্যায়াম করতে। কিন্তু সেখানে জুটল ট্রেইনারের চড়, লাথি। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটেছে এমন ঘটনা। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
১৬ সেকন্ডের প্রাকাশিত ওই ভিডিওতে এক নারীকে দেখা যায় জিমনেশিয়ামে ট্রেইনারের সঙ্গে কথা বলতে। হটাৎ করেই ট্রেইনার ওই নারীকে চড় মারেন। এরপর তাকে লাথি দিয়ে ফেলে দেন। আবারো মারতে গেলে সেখানে উপস্থিত বেশ কয়েকজন ট্রেইনারকে নিবৃত্ত করে।
ওই ট্রেইনারের বাজে আচরণের প্রতিবাদ জানালে তাকে এভাবে মারপিটের শিকার হতে হয় অভিযোগ উঠেছে। তবে পুলিশের কাছে অভিযোগ করেনি ওই নারী। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশই মামলা রুজু করেছে।