
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজার রহমানসহ (৩৮) দুইজন নিহত হয়েছেন।
রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের ফকিরের হাট নামক এলকায় সোমবার (১৬ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার এসআই আশীষ কুমার জানান, মোস্তাফিজার রহমান তার স্ত্রীকে নিয়ে সোমবার সকালে শ্বশুর বাড়ি উপজেলার ছড়ান এলাকায় আসেন। স্ত্রীকে নামিয়ে দিয়ে প্রাইভেটকার নিয়ে সকাল ৯টার দিকে তিনি রংপুর ফিরছিলেন।
ফেরার পথে ফকিরের হাট এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা আলেফ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে চাপা দিয়ে পাশের বাড়িতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আলেফ উদ্দিন ও মোস্তাফিজার মারা যান।
নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।