
উদ্ধত গোলাপের ডানা, সূর্যমুখী, প্রতিদিনের সূর্যÑ
এইসব উন্নত শির।
কেবল আমি নতজানু প্রেমিক
কোনোকালে তোমার জঙ্ঘায়
লোভের পানা-পুকুরে ডুব মেরে আছি।
বীরভোগ্যা যারা যুদ্ধে, বন্দুকে, মাদকে
বাজারে, সাম্যবাদে, অধিকারেÑ এমন সহস্র চোখ।
কলমে কলমে কেতাবের ঢল
হয় ময়দানে, নয় সমাজমাধ্যমে মানবশৃঙ্খল
না সুধীজনের শ্রদ্ধাঞ্জলিতে, না বুদ্ধিবৃত্তিক আয়োজনেÑ
শাহবাগ থেকে পল্টন
কোথাও নেই আমি।
আমি এক নতজানু প্রেমিক-
জনৈক গার্হস্থ্য পরিব্রাজক।