
দেশ গড়ার কাজে নতুন প্রজন্মের অবদান সবচেয়ে বেশি। নতুনদের এমন এক শক্তি রয়েছে যার বিরুদ্ধে কোনো শক্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। সেই নতুন প্রজন্ম মাদকের কুপ্রভাবে নিজেদের ধ্বংস করে দিচ্ছে, তা মেনে নেওয়া যায় না। সামর্থ্য ও মেধাকে কাজে লাগিয়ে সবাইকে এক হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। সম্প্রতি দিনাজপুর জেলার হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলামের সঙ্গে বন্ধু ফোরামের বন্ধুদের শুভেচ্ছা বিনিময়কালে মাদকের বিরুদ্ধে সবাইকে কাজ করার আহ্বান জানান। বগুড়া বন্ধু ফোরামের সদস্য সচিব মো. আইয়ুব আলী বলেন, বন্ধু ফোরাম মানুষের জন্য কাজ করে থাকে। এ সময় আখিউল ইসলাম আলোকিত বন্ধু ফোরামকে পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গড়তে মাদক, সন্ত্রাস, যৌন হয়রানিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান।