
গুগল ট্রান্সলেট প্রতিদিন বিভিন্ন ভাষায় অনুবাদ করে ১৪৩ বিলিয়ন শব্দ। গত বিশ্বকাপ ফুটবল আসর থেকে গুগল ট্রান্সলেটে এই অনুবাদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সোমবার গুগলের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদনে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে। সে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেছেন, গত বছরের একই সময়ের তুলনায় আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। এই আয়ে অন্যতম ভূমিকা রেখেছে গুগল ট্রান্সলেট অ্যাপ। একটি শব্দ থেকে শুরু করে বাক্য পর্যন্ত অনুবাদ করে গুগল ট্রান্সলেট। সেখানে সারাবিশ্বের শতাধিক ভাষায় অনুবাদের সুবিধা যুক্ত রয়েছে। ১২ বছর আগে গুগল তাদের এই সুবিধা চালু করে। দিন দিন এর সক্ষমতা বেড়েছে, আর এখন প্রতিনিয়তই এটিকে উন্নত করতে কাজ করা হচ্ছে। গুগল ট্রান্সলেট অ্যাপটি এখন একটা প্রকৃত সময়ে অন্যদের কথোপকথন অনুবাদ করতে পারে। এমনকি স্মার্টফোন ক্যামেরা ব্যবহার করে রাস্তায় থাকা ভিন্ন ভাষার কোনো চিহ্ন ও ভাষা অনুবাদ করতে পারে।
সুন্দর পিচাই বলেন, আমি সত্যিই অনেকটা অবাক হয়েছি রাশিয়ায় অ্যাপটির ব্যবহার দেখে। কতটা উপকারী হতে পারে অ্যাপটি, সেটা দর্শকদের ব্যবহার দেখেই বোঝা গেছে। তিনি বলেন, এটি উপকারী, কারণ আমরা বিভিন্ন সময় নানা জায়গায় যাই, সেখানকার ভাষা আমরা না-ও জানতে পারি। সেক্ষেত্রে এই অ্যাপ খুব উপকার করবে বলেই আমার বিশ্বাস। হ সূত্র : টেকশহর