
বাংলা সাহিত্য শব্দটি উচ্চারিত হলে সবার আগে যে নামটি আসে সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের গল্প-কবিতা পড়েননি, এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্যও বটে। তরুণ লেখক, সংগঠক ও আলোকিত বন্ধু ফোরামের সদস্য আজহারুল হক ফরাজীর কিশোর উপযোগী রবীন্দ্রজীবনী ‘আমার রবীন্দ্রনাথ।’ দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশ বইটি প্রকাশ করেছে। সম্পাদনার পাশাপাশি গদ্য ও কবিতা দুই মাধ্যমে বিচরণ হলেও ফরাজী কথাসাহিত্যে মানবজীবনের বহুমাত্রিক রূপের সন্ধান করে থাকেন। মূলত সহজ শব্দ ও ছোট ছোট বাক্যে ছন্দময় গতিতে তার সাহিত্যকে গতিময় করেন। যার কারণে কঠিন বিষয়গুলোও খুব সহজে উপস্থাপন করায় পাঠক খুব সহজে তার লেখার প্রেমে পড়ে যান। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করার সুবাদে পাঠকের কাছে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। শিশু-কিশোরদের উপযোগী করে তার লেখা রবীন্দ্রজীবনী পাঠকমহলে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।