
দেশ, জাতি ও সমাজকে রক্ষায় আলোকিত বন্ধু ফোরামকে সমাজের সবার সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
তৃণমূল পর্যায়ে মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নলেজ আইডিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহে জান্নাতুল ফেরদৌস সুমী। সম্প্রতি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নলেজ আইডিয়াল হাইস্কুল বন্ধু ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নলেজ আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক ও এ শাখার বন্ধু ফোরামের সভাপতি মো. ফকরুল আমিন বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কাজ করার কোনো বিকল্প নেই। ব্যক্তি অথবা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান দ্বারা মাদকের ভয়াবহ ছোবল থেকে জাতিকে রক্ষা করা সম্ভব নয়। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহ কালো ছোবলের কথা তুলে ধরতে হবে। রুহে জান্নাতুল ফেরদৌস বলেন, দেশ, জাতি ও সমাজকে রক্ষায় আলোকিত বন্ধু ফোরামকে সমাজের সবার সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশ গড়ার কাজে নতুন প্রজন্মের অবদান সবচেয়ে বেশি। আমাদের ভবিষ্যৎ কর্ণধার নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে সামর্থ্য ও মেধাকে কাজে লাগিয়ে অন্ধকার থেকে সত্যরপথে আসতে নিবেদিত থাকতে হবে সবার। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু ফোরামের সদস্য রুবলে খান, রবিউল ইসলাম, মো. ইমন, সাকিন আহমেদসহ অনেকে।