
তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা বাজারজাতকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড বাংলাদেশের বাজারে ছেড়েছে ৮৬ ইঞ্চি অল ইন ওয়ান ইন্টারেক্টিভ এলইডি স্মার্ট বোর্ড, যা এ পর্যন্ত দেশের বাজারে আসা সবচেয়ে বড় অল ইন ওয়ান ইন্টারেকটিভ বোর্ড বলে জানায় প্রতিষ্ঠানটি। ফোর-কে ইউ এইচডি রেজুলেশনের এই স্মার্টবোর্ডটিতে রয়েছে ইনটেলের কোর-আই ফাইভ সিপিইউ, ফোর জিবি র্যাম এবং ৫০০ জিবি হার্ডডিস্ক। ইনফ্রারেড টাচ সেন্সর যুক্ত এই বোর্ডটিতে রয়েছে টেন টাচ সেন্সর যা ফিঙ্গার ও পেনে কাজ করে এবং একসঙ্গে চারজন কাজ করতে পারে। স্মার্ট বোর্ডটিতে ডুয়েল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড এবং উইন্ডোজ ১০ সাপোর্ট করে। ডিজিটাল ক্লাসরুমের জন্য এটি একটি অল ইন ওয়ান সল্যুশন, যেখানে প্রজেকশনের জন্য আলাদা প্রজেক্টর এবং কম্পিউটারের প্রয়োজন হয় না। একইভাবে কনফারেন্স অথবা মিটিং রুমের জন্য এটি একটি সর্বাধুনিক সল্যুশন।