
বিশ্বজুড়ে কমেছে ট্যাবলেট বিক্রি। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান আইডিসির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, অনেক প্রতিষ্ঠানের ট্যাবলেট বিক্রি কমলেও অ্যাপল এবং হুয়াওয়ের ট্যাবলেট বিক্রি কিছুটা বেড়েছে। তবে এটা খুবই সামান্য। বিশ্বজুড়ে সর্বশেষ প্রান্তিকে মোট ট্যাবলেট বিক্রি হয়েছে ৩.৩ কোটি, যা এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ৫০ লাখ কম। প্রযুক্তি সাইট দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, আগের বছর ট্যাবলেট বিক্রি কম ছিল এক অঙ্কের সংখ্যায়। এবার তা বেড়ে দাঁড়িয়েছে দুই অঙ্কে। আইডিসির তথ্যমতে, এই প্রান্তিকে বৈশ্বিক ট্যাবলেট বিক্রি কমেছে ১৩.৫ শতাংশ। শুধু অ্যাপল ও হুয়াওয়ের ট্যাবলেট বিক্রি বেড়েছে বছরের দ্বিতীয় প্রান্তিকে। বিক্রি বৃদ্ধির দিক থেকে এগিয়ে রয়েছে হুয়াওয়ে। এই প্রান্তিকে হুয়াওয়ের ট্যাবলেট বিক্রি বেড়েছে ৭ শতাংশ। যদিও মোট ট্যাবলেট বিক্রির সংখ্যায় এগিয়ে রয়েছে অ্যাপল। দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানের মোট আইপ্যাড বিক্রি হয়েছে ১.১ কোটি। অ্যাপল
চলতি বছরই নতুন আইপ্যাড প্রো উন্মোচন করতে পারে। নতুন আইপ্যাড বাজারে এলে অ্যাপল এর আরও বিক্রি বাড়বে বলে ধারণা বিশ্লেষকদের। এ নিয়ে টানা ১৫ প্রান্তিকে কমলো ট্যাবলেট বিক্রির সংখ্যা। ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকেও তার ব্যতিক্রম দেখা যায়নি।
হসূত্র: প্রযুক্তি সাইট দ্য ভার্জ