
নিরলস শালিকের পায়ে হলুদ বর্ণ হয়ে জড়িয়ে থাকি
চুষে নিই মাটির দীর্ঘশ্বাস।
শ্রাবণের বৃষ্টি জানে নাÑ
উড়াল খামে লিখেছি ফসলের ইতিবৃত্ত।
তাই আঁৎকে ওঠা কুয়াশার চাঙর ভোলাতে পারে না নবান্নের গল্প।
প্রমত্ত নদীর অধিক কিষানের শরীরে শরীরে কাদার রোশনাই
কিষানির হাতে হাতে আশির্বাদ-প্রমাণ কুলো,
মাঠ-ঘাট কিংবা পথের ধুলো;
পেছনে রেখে সড়ক-যানে ওঠতেইÑ
পায়ে পড়ল চঞ্চলা মেয়েটির মায়ার শিকল!