
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপত ইউনিয়নের মোড়া গ্রামের অসচ্ছল শিক্ষার্থীকে একাদশ ও দ্বাদশ শ্রেণির বই উপহার দিয়েছে সামাজিক সংগঠন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন। শিক্ষার্থী বন্ধু রতœা মল্লিকার হাতে বই তুলে দেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন। আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, যুব উন্নয়নে বিভিন্নভাবে কাজ করছে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন। চক্ষু শিবির পরিচালনা, লাইব্রেরি প্রতিষ্ঠা, রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন মানবিক কল্যাণমূলক কর্মকা-ে প্রশংসনীয় ভূমিকা পালন করছে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন।