
অঙ্গ সংযোজনের তিনটি পদ্ধতি আমাদের মধ্যে প্রচলিত রয়েছে। প্রথমত, জড়বস্তুর মাধ্যমে কৃত্রিম উপায়ে অঙ্গ সংযোজন করা। যেমন কৃত্রিম দাঁত, শ্রবণযন্ত্র, কৃত্রিম পা প্রতিস্থাপন ইত্যাদি। দ্বিতীয়ত, চিকিৎসার জন্য মানবদেহে অন্যান্য প্রাণীর অঙ্গবিশেষ প্রতিস্থাপন করা। ইসলামি শরিয়ত মতে, উপরোক্ত দুটি পদ্ধতিই বৈধ। তবে তৃতীয় পদ্ধতি অর্থাৎ মানবদেহে একে অপরের অঙ্গ সংযোজন বা দান করা অবৈধ। (ফতোয়ায়ে হক্কানি : ২/৬৫৫)।