
সরকারি চাকরিতে ও উচ্চশিক্ষায় আদিবাসীদের কোটা বহাল রাখার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আদিবাসী ছাত্র পরিষদ। সোমবার বেলা ১১টার দিকে নগরীর গণকপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে মিছিলটি শেষ হয়।
এরপর সেখানে সমাবেশ করা হয়। আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী মহানগরের কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, জেলার সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার প্রমুখ।
এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের শাখার সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, নবজাগরণ ছাত্র সমাজের উপদেষ্টা তামিম সিরাজী প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ৫ শতাংশ কোটা বাতিলের সুপারিশ মানে আদিবাসীদের আরও পিছিয়ে দেওয়ার সুপারিশ। তাই তারা আদিবাসীদের এ কোটা বহাল রাখার দাবি জানান।