-10.9.2018.jpg)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টায় শুরু হবে চলবে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষার তৃতীয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় ।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ কয়েকটি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় ভর্তি পরীক্ষার বিভিন্ন উপ-কমিটি গঠন এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।