
টাঙ্গাইলের ভূঞাপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আরইআরএমপি-২ প্রকল্পের অধীন দুঃস্থ মহিলা কর্মীদের সঞ্চয়ী অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়ছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা এলজিইডির প্রকৌশলী অনিক সাহার সভাপতিত্বে ৬০ জন দুঃস্থ মহিলা কর্মীদের হাতে চেক ও সনদ পত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের পুত্র খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরিফ আহমেদ, ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, এলজিইডির সহকারি প্রকৌশলী মনিরুজ্জামান প্রমুখ।