
অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে অ্যাডওয়্যার ডক্টর নামে একটি ম্যাক অ্যাপ সরিয়ে নিয়েছে। অ্যাপটি গোপনে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিচ্ছিল। নিরাপত্তা গবেষক প্যাট্রিক ওয়ারডেল জানিয়েছেন, স্পাইওয়্যারটি ক্রোম, ফায়ারফক্স ও সাফারি থেকে ব্যবহাকারীর ব্রাউজিং হিস্ট্রি সংগ্রহ করত। এর পর ডেটাগুলো একটি এনক্রিপ্টেড ফাইলে মাধ্যমে এরা চীনের সার্ভারে পাঠিয়ে দিত। সর্বপ্রথম অ্যাপটি শনাক্ত করেন এক নিরাপত্তা গবেষক। ১৪ আগস্ট তিনি টুইটারে জানান, অ্যাপটি ব্রাউজিং হিস্ট্রির তথ্য চুরি করছে। এর পর অ্যাপল ৭ সেপ্টেম্বর অ্যাপটি সরিয়ে ফেলে। অ্যাপল জানিয়েছে, যারা নিজের ব্রাউজিং হিস্ট্রির ডেটা অন্য কারও হাতে দিতে চান না তাদের এই অ্যাপ এখনই আনইন্সটল করা উচিত। অ্যাডওয়্যার অ্যাপটি মূলত ক্যাশ, কুকিজ ও এক্সট্রেনশন মুছে ফেলে ব্রাউজার রিস্টোর করার কাজে ব্যবহার করা হতো। কিন্তু এসব কাজের কোনোটাই করেনি অ্যাডওয়্যার। হসূত্র : ম্যাশেবল