_Pic..jpg)
মাদারীপুরের ডাসার থেকে মোটরসাইকেল চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বিষয়টি জানিয়েছেন।
পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, বুধবার ভোররাতে মাদারীপুরের ডাসার থানার শশীকর এলাকায় মোটরসাইকেল চোরচক্রের সদস্য আলাউদ্দিন ফকির ও সমীর ঘরামী একটি চোরাই মোটরসাকেল বিক্রয় করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত বলে জানা যায়। এদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
পুলিশ সুপার আরো জানান, গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে মাদক মামলাসহ বিভিন্ন মামলার ২৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া গত এক সপ্তাহে সাজাপ্রাপ্ত, মাদকসহ বিভিন্ন মামলার ৩০৩ জন আসামি গ্রেফতার করা হয়।