.jpg)
“মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভূঞাপুরে মিনা দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন, কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলামুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু, ইউপি সচিব সোরহাব হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।