
খুশির খেয়ায় নাও ভিড়ে যায়
স্বাধীনতা পেয়ে,
ঢেউয়ের দোলায় পাল ধেয়ে যায়
বৈঠা মাঝি বেয়ে।
হাওয়ার খেলায় পাখি ওড়ে
সুখের ডানা মেলে
ওড়বে না কেন? ওড়ার মতো
স্বাধীনতা পেলে।
তেমনি দেশের মানুষগুলো
স্বাধীনতার জয়ে,
বুক ফুলিয়ে চলতে পারেন
মুক্তমনা হয়ে।