
বাংলাদেশের কিংবদন্তি ভাস্কর নভেরা আহমেদের জন্মদিন ছিল ২৯ মার্চ। এ উপলক্ষে বিশেষ ডুডল করেছে গুগল। বিশেষ এ ডুডল দেখা গেছে গুগল ডটকমে ও গুগল ডটকম ডটবিডিতে।
এতে দেখা গেছে কয়েকটি ভাস্কর্যের সঙ্গে নভেরা আহমেদের ছবিও। সেখানে শেয়ার অপশন ও ক্লিক করলে নভেরা আহমেদ সম্পর্কে আরও অনেক তথ্য জানিয়েছে।
ভাস্কর নভেরা আহমেদ ১৯৩৯ সালের ২৯ মার্চ জন্মগ্রহণ করেন সুন্দরবনে। তিনি ১৯৯৭ সালে একুশে পদক পান। ২০১৫ সালের ৬ মে তিনি প্যারিসে মারা যান।
সাধারণত বিশেষ ব্যক্তি, দিবস, প্রতিষ্ঠানসহ নানা কারণে ডুডল প্রকাশ করে গুগল, যা গুগলের বিশেষ লোগো। দিন, ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুযায়ী সেসব নকশা করে জায়ান্টটি।