
আভিজাত্য সম্মান জাদুঘরে নির্বাসিত
আমাদের সমাজ এখন ভেড়ার বদলে
কুকুর পালনে মনোনিবেশ করেছে;
তার কাছে আধিপত্য বেশি প্রয়োজন
নিরাপত্তার চেয়ে।
কবিতা
এক আশ্চর্য সাদা কাগজ তুমি
আমি রোজকার শব্দ বুননে মেতে উঠিÑ প্রেমে
অবশেষে একদিন, আমাদের কোলজুড়ে হেসে ওঠে
পৃথিবীর শ্রেষ্ঠতম দীর্ঘ কবিতা এক; আমি হই জনক
তুমি জননী তার।