
গেল এক যুগ ধরে ঢাকাই সিনেমায় রাজ করছেন ঢালিউড কিং খ্যাত নায়ক শাকিব খান। তার নতুন সিনেমা মানেই এখন নতুন আলোচনা। গেল ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি। ছবিটি মুক্তির আগে থেকেই নানান কারণে ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সপ্তাহের পর সপ্তাহ জুড়ে হল মাতিয়েছে।
এবার শাকিব খানের সাফল্যের ঝুড়িতে যোগ হলো নতুন পালক। সম্প্রতি কোটি ভিউয়ের মাইল ফলক ছুঁয়েছে তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার ‘ঈদ মোবারক’ গানটি। গেল ৩১ মে শাকিব খানের নিজের ইউটিউব চ্যানেল ‘শাকিব খান অফিসিয়াল’ এ প্রকাশ করা হয় গানটি। যা মাত্র ৩৬ দিনেই কোটি ভিউ পার করেছে।
গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সংগীত করার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন। আর গানের ভিডিওতে নাচে গানে মাতিয়েছিলেন শাকিব খান ও শবনম বুবলী। তাদের সঙ্গে গানের ভিডিওতে দেখা গিয়েছে ইমনকেও।
নিজের ফেসবুক পেজে গানটি শেয়ার দিয়ে সম্প্রতি শাকিব খান লিখেছেন, ‘এতো অল্প সময়ে এতো ভালোবাসা সত্যিই অমূল্য। মাত্র ৩৬ দিনে এক কোটি মানুষের ভালোবাসা পেয়েছে পাসওয়ার্ড সিনেমার ঈদ মোবারক গানটি।’
গেল বছর নিজের জন্মদিনে (২৮ মার্চ) ‘শাকিব খান অফিসিয়াল’ নামের একটি ইউটিউব চ্যানেল খোলেন শাকিব খান। বঙ্গবিডি থেকে শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি প্রকাশ করা হয়। গত জুন মাসে ইউটিউবারদের প্রথম স্বীকৃতি ‘সিলভার বাটন’ পেয়েছে চ্যানেলটি।