
টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশেসেরা নির্বাচিত হয়েছে। গত জুন মাসের অনলাইন রিপোর্টিং স্কোরে স্বাস্থ্য কমপ্লেক্সটি বাংলাদেশে প্রথম স্থান অর্জন করে।
স্বাস্থ্য বিভাগের হেলথ্ স্ট্রেংথিনিং স্কোর (এইচএসএস)-এর ওয়েব পোর্টালে বৃহস্পতিবার রাতে দেশসেরা হওয়ার ঘোষণা দেয়া হয় বলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য বিভাগের হেলথ্ স্ট্রেংথিনিং স্কোর-এ জুন মাসের অনলাইন রিপোর্টিং স্কোরে সেরা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করে।
এ বিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন বলেন, সেবার মান বিবেচনায় স্বাস্থ্য কমপ্লেক্সটি দেশসেরা নির্বাচিত হয়েছে। এ অর্জন নিঃসন্দেহে গৌরব ও সম্মানের। সবার সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে এর সেবার মান অব্যাহত রাখতে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।