
২১ জুলাই লন্ডনভিত্তিক আরবি-ইংরেজি আন্তর্জাতিক গণমাধ্যম নিউ অ্যারাবে প্রকাশিত ইমাদ হাজ্জাজের কার্টুন
ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ লন্ডনকে সতর্ক করে বলেছেন, উত্তেজনা বাড়ানোর যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকুন। তিনি রোববার বলেছেন, ব্রিটেনের কিছু রাজনৈতিক শক্তি উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে।
ব্রিটিশ সরকার ইরানের সম্পদ জব্দসহ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এসব মন্তব্য করেন।
ইরানের রাষ্ট্রদূত আরও বলেছেন, ব্রিটেনের যেসব রাজনৈতিক শক্তি ট্যাংকার আটকের কারণে সৃষ্ট উত্তেজনাকে বিস্তৃত করার চেষ্টা করছে তাদের নিয়ন্ত্রণে লন্ডনের পদক্ষেপ নেওয়া উচিত। বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে ওইসব রাজনৈতিক শক্তির পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক এবং অবিবেচনাপ্রসূত হবে বলে তিনি মন্তব্য করেন।
বায়িদিনেজাদ ব্রিটেনকে সতর্ক করার পাশাপাশি ইরানের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে বলেন, তার দেশ নানা ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।
শনিবার ব্রিটেনের কিছু গণমাধ্যম খবর দিয়েছে ব্রিটিশ সরকার ট্যাংকার আটকের প্রতিশোধ নিতে ইরানের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে।
দৈনিক টেলিগ্রাফ লিখেছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ইরানের বিরুদ্ধে কিছু কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার চিন্তা করছেন। এর মধ্যে ইরানের সম্পদ জব্দের বিষয়টিও রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার হরমুজ প্রণালি থেকে ২৩ নাবিকসহ ব্রিটিশ ওই ট্যাংকারটি আটক করে ইরান।
সূত্র : পার্সটুডে