আমি অনেক আশাবাদী মানুষ

"Only dead fish goes with the flow."

স্রোতের বিপরীতে সাঁতার না কাটার সুপরামর্শ বেশিরভাগ সহকর্মী, অনেক আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধব দিয়েছেন। খরস্রোতা নদীতে সাঁতার কাটতে কেমন কষ্ট হয় সেটা নদী মাত্রিক দেশের মানুষ হিসেবে আমরা সবাই কম বেশি জানি।

প্রথম দিকে বেশিরভাগ মানুষই স্রোতের বিপরীতে চলতে চেষ্টা করেন, কিন্তু স্রোতের তীব্রতা তাদের সমুদ্রে ফেলে দেয় যেখানে বড় রাঘব বোয়ালরা তাদের গিলে ফেলে। সেখান থেকে কেউ বেড় হয়ে আসতে পারে আবার কেউ আসতে পারে না। সেই রাঘব বোয়ালের নাম হলো লোভ। অনেকটা গুড়ের পাত্রে বসা মাছির মতো। এতো বেশি গুড় খায় যে গুড়ের পাত্রেই তার মৃত্যু হয়।

আবার কেউ কেউ স্রোতের ভয়ে সাঁতার কাটতে সাহস পান না। তারা ডাঙ্গায় উঠে বসে থাকেন কবে স্রোত থামবে। কিন্তু চির বহমান এই স্রোত কখনো থামেনা আর তারাও নদীতে নামতে পারেন না। অনন্তকাল ধরে তারা অপেক্ষায় অপেক্ষায় অবসরে চলে যান। তাদের নিয়ে সেই ডেড ফিশদের সমস্যা হয় না। কারণ তারা বিভিন্ন ট্রেনিং সেন্টারে শুধু নীতি নৈতিকতার গল্প বলেন। ডেড ফিশদের কাজে বাধা হয়ে দাঁড়ায় না।

ডেড ফিশদের সব থেকে বড় শত্রু স্রোতের বিপরীতে সাঁতার কাটা কিছু চেলাপাতা মাছ। এই মাছেরা সারাজীবন সাঁতার কেটে যায়। কোথাও বোয়াল, কোথাও শোল, এমনকি মাঝে মধ্যে ভেটকিমাছও গিলে খেতে চায় সুযোগ পেলে। কেন খেতে চায়? শুধু ডেড ফিশেরাই জানে। আর জানে সেই চেলাপাতা মাছ।

যারা স্রোতের সাথে গা ভাসিয়ে দেয় তাদের নিজস্বতা বলে কিছু নেই। স্বকীয়তা বলে তাদের চরিত্রে কিছু নেই। সারাজীবন তারা লোভের সাগরে ঢুবে থাকে আর তেলবাজি করে জীবন কাটিয়ে দেয়। অন্যের পা চ্যাটে নিজেকে বাঁচিয়ে রাখে।    

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এখন সেই ডেড ফিশদের ধরতে শুরু করেছে। কেউ একজন বলেছিল বাংলাদেশের নিজের টাকায় দশটা পদ্মাসেতু নির্মাণ করা সম্ভব যদি রাঘববোয়ালদের বাসায় তল্লাশি চালানো হয়। তার বড় প্রমাণ কারা অধিদপ্তরের ডিআইজি সাহেব।

আমি অনেক আশাবাদী মানুষ। স্রোতের সাথে গা ভাসিয়ে যারা বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে, দুদক তাদের নাড়িভুঁড়ি বের করে আনবে। এবার সে পুটি মাছ হোক বা বোয়াল মাছ হোক। আর যারা স্রোতের বিপরীতে সাঁতার কেটেছে তারা সেই সময় তৃপ্তির ঢেঁকুর তুলে বলবেন, সাঁতার কাটা শরীর স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনি সম্মানের জন্যেও ভালো।

লেখক- ফাহাদ মোহাম্মদ, ট্রাফিক সার্জেন্ট, বাংলাদেশ পুলিশ।


একটা বাবা চাই
পাঁচটি আঙ্গুল আঁকড়ে ধরে আমিও হাঁটতে চাই। রোজ বিকেলে, সাঁঝ
বিস্তারিত
শুরু হোক ইতিবাচক রাজনীতির স্রোতধারা
বর্তমানে পলিটিক্সে এক প্রকার বাণিজ্যিকরণ চলছে। এটাকে ট্রেড সেন্টার বানিয়ে
বিস্তারিত
শুভ জন্মদিন মিরন আহাম্মেদ
আনন্দ টিভির ন্যাশনাল ডেক্স ইনচার্জ মিরন আহাম্মেদের আজ শুভ জন্মদিন।
বিস্তারিত
সড়কের আনন্দ, বেদনা ও আতঙ্ক
আমি নিজেকে যে কয়েকটি বিষয়ের বিশেষজ্ঞ হিসেবে দাবি করতে পারি
বিস্তারিত
চাকুরি করার মত মানুষ খুবই
বিশ্বাস করুন আমার কাছে বিভিন্ন কোম্পানির প্রধানরা চাকুরি দেওয়ার জন্য
বিস্তারিত
নতুন সড়ক আইন ও বিআরটিএ
অবশেষে এলো বহুপ্রতীক্ষিত সড়ক পরিবহন আইন, ২০১৮। হাজার হাজার স্কুল,
বিস্তারিত