
ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে ১৩ সেপ্টেম্বর ঢাকায় একটি হোটেলে অনুষ্ঠিত হয় ডেটা জার্নালিজম বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় বর্তমান সময়ের সাংবাদিকতায় ডেটা জার্নালিজমের প্রভাব ও কিভাবে সাংবাদিকরা প্রয়োজনীয় ডেটা সংগ্রহ ও পাঠকদের উপযোগী করে গণমাধ্যমে প্রকাশ করবে তার উপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক ছিলেন জাইমা ইসলাম ও শায়ের রিয়াজ।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসক বাংলাদেশ চ্যাপ্টারের বোর্ড অব ট্রাস্টির সদস্য মো. জাহাঙ্গির হোসেন, রহমান খান জন ও মো. রবিউল আলম। সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসক বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড. হাফিজ মো. হাসান বাবু ও হাইফাই ডিজিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাফকাত আলম। আয়োজনের সহযোগী ছিল হাইফাই ডিজিটাল লিমিটেড।