
বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। শুক্রবার সাকাবা শহরে এই সংঘর্ষ বাধে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হতাহতদের শরীরে গুলির চিহ্ন দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোরালেসের দেশের ফেরার দাবি ও অন্তর্বর্ত প্রেসিডেন্ট জেনিনির প্রতি অনাস্থা জানিয়ে বিক্ষোভের সময় বিক্ষোব্ধদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। বিক্ষোভ হয়েছে অন্য শহরেও। এমন পরিস্থিতিতে বলিভিয়ার স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকারকে বেশ বেগ পেতে হবে বলে মত বিশ্লেষকদের।
এরআগে, সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হতে পারে বলে জানান জেনিনি আইনেস। এদিকে, বলিভিয়ার চলমান পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ ও ধর্ম যাজক পোপ ফ্রান্সিসের হস্তক্ষেপ আহ্বান করেছেন মেক্সিকোয় আশ্রয় নেয়া সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস। এসময় তার বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তিনি।