
বরগুনার আমতলীতে ১৪টি মাদক মামলার আসামি মোঃ কাওছারকে (৪৫) অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর ভোর ৫টার দিকে বরগুনা জেলার আমতলী উপজেলা পোস্ট অফিসসংলগ্ন এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪টি মাদক মামলার পলাতক আসামি মোঃ কাওছার (৪৫), পিতাঃ আজাহার উদ্দিন, সাং-পোস্ট অফিস রোড, ৪নং ওয়ার্ড, থানাঃ আমতলী, জেলাঃ বরগুনাকে আটক করা হয়।
এ সময় আটককৃত আসামির বসতঘর তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মোঃ কাওছার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে সুকৌশলে আইনশৃংঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ বরগুনা জেলার আমতলীসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ক্রয়/বিক্রয় করে আসছিল। আটক আসামিকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে আমতলী থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানান, র্যাব আটককৃত কাওসারকে থানায় হস্তান্তর করেছে। রবিবার বিকালে কাওসারকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।