
পণ্যবাহী ট্রাক ধর্মঘট প্রত্যাহার হলেও নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে অনড় অবস্থানে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এর সভাপতি শাজাহান খান বলছেন, এ প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শুক্রবার।
এদিকে দাবি আদায় না হলে যান চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। সেগুনবাগিচায় ফেডারেশন কার্যালয়ে বর্ধিত সভার প্রথম দিনের বৈঠকে আলোচনা হয় এসব বিষয়ে।
পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান ধর্মঘট প্রত্যাহার হলেও রাজধানীসহ সারা দেশে গণপরিবহন সংকট রয়েই গেছে। এ অবস্থায় দুদিনের বর্ধিত সভা ডাকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে যোগ দেন ৬৪ জেলা থেকে আসা শ্রমিক নেতারা।
পরে বৈঠকে অংশ নেয়া নেতারা জানান, দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনে যাবেন তারা।
ফেডারেশন সভাপতি বলছেন, পণ্যবাহী ট্রাক ধর্মঘট প্রত্যাহারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এখনও নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে অনড়।
তাদের দুদিনের এই সভা চলবে শুক্রবার বিকেল পর্যন্ত। এরপর চলমান পরিস্থিতিকে সামনে রেখে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।