
বাংলাদেশি ছাড়া কাউকে সীমান্ত দিয়ে দেশের মাটিতে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের চেষ্টা বেড়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তাদের রিসিভ করা হবে এবং যদি তারা বাংলাদেশের নাগরিক না হয়, তাহলে তাদের কোনক্রমেই গ্রহণ করব না।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কিছু সীমান্তে কয়েকশ মানুষ দেশে ঢোকার চেষ্টা করলেও বিজিবি কয়েকজনকে ঢুকতে দেয়নি। তিনি বলেন, রোহিঙ্গারা বিভিন্নভাবে ভারতের বিভিন্ন জায়গা দিয়ে ভারতে ঢুকে গিয়েছিল। তারা বাংলাদেশে চলে আসতে চেয়েছিল, ঢুকতে দেয়া হয়নি।
মন্ত্রী জানান, দেশ থেকে বিভিন্ন সময়ে পাসপোর্ট নিয়ে অনেকেই গিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে গেছে বা চাকরি করছে, এরকম কিছু হয়ে থাকলে তাদের ঢুকতে দেয়া হবে। পুশইন নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বলেও জানান মন্ত্রী।