
ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড সিবিএফসি ও বিচার বিভাগের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে মুক্তির প্রথম দিনেই বক্স অফিস মাতিয়েছে 'উড়তা পাঞ্জাব'। প্রথম দিনেই মুভিটি ১০ কোটি ৫ লাখ রুপি আয় করেছে বলে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এক টুইট বার্তায় জানান। খবর ইন্ডিয়া টুডে'র
গত ১৭ জুন মুক্তি পায় 'উড়তা পাঞ্জাব'। এতে অভিনয় করেছেন শহীদ কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর ও দিলজিত দোসাঞ্জ। পাঞ্জাবে মাদকের সমস্যার উপর ভিত্তি করে মুভিটি নির্মিত।