logo
প্রকাশ: ০৮:৪৩:১৩ PM, রবিবার, জানুয়ারী ৩১, ২০১৬
২৮ বছর পর ওস্তানায় নতুন শিশুর জন্ম!
আলোকিত ডেস্ক

দীর্ঘ ২৮ বছর পর ইতালির উত্তরাঞ্চলের ছোট্ট শহর ওস্তানায় জন্ম হয়েছে এক শিশুর। গেল সপ্তাহে ইতালির তুরিন হাসপাতালে সিলভিয়া ও জো দম্পতির ঘর আলো করে জন্ম নেয় শিশু পাবলো। শিশুটি এ শহরে বসবাসকারীদের মধ্যে ৮৫তম সদস্য।

আশি দশকের পর থেকে জনসংখ্যা ক্রমান্বয়ে কমে আসা শহরটিতে এ প্রথম নতুন এক সদস্যের আগমন ঘিরে চলছে বাঁধভাঙা উচ্ছ্বাস আর আনন্দ-উৎসব। এ প্রসঙ্গে ওস্তানার মেয়র গিয়াকামো লামব্যারডো জানান, শিশু পাবলো এখন তাদের ছোট্ট অধিবাসী সম্প্রদায়ে উৎসবের উপলক্ষ। নতুন এ শিশুর আগমন যেন স্বপ্নকেই বাস্তব করে তুলেছে। এদিকে নিরাপদ চাকরি, উন্নত জীবনযাপন এবং সুযোগ-সুবিধার আশায় প্রতিনিয়তই ওস্তানা ছাড়ছেন বাসিন্দারা। তাদের ধরে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান মেয়র।
পাবলোর মা-বাবাও ৫ বছর আগে ওস্তানা ছাড়তে চেয়েছিলেন। পরে তাদের চাকরি দিয়ে স্থায়ীভাবে ধরে রাখতে সক্ষম হয় স্থানীয় কর্তৃপক্ষ। বিবিসি, দ্য লোকাল ইট

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]