logo
প্রকাশ: ০১:৫২:৫৬ PM, শনিবার, এপ্রিল ৮, ২০১৭
সূর্যমুখীরা জেগে ওঠেই
এনায়েত শাওন

রোজ রাতে 
সূর্যমূখীর সাথে রস-রঙ্গ করি
পরীক্ষা করি আসলেই সূর্যমূখী কি না
দিক পাল্টে অন্ধকার থেকে অন্ধকারতর স্থানে রেখে দিই
নড়েচড়ে না, অপেক্ষায় থাকে
সময় হলেই সিনা টান করে বলবে সে আসলেই সূর্যমূখী
ঠিক ঠিক প্রত্যেহ সে আলোর গন্ধে দিক খুঁজে নেয়
কি সাবলীল সে সূর্যের মুখোমুখি
কাঠ, দেয়াল এমনকি স্টিলের আলমরিও পারে না ঠেকাতে
অন্ধকারে যে ঘাড় কাত করে নুইয়ে থাকে
নিস্তেজ মাথা ঝুলে থাকে ধর-এ
সে আলোর ঘ্রাণে তেড়েফুঁড়ে জেগে ওঠে
জানান দেয় সে সূর্যমূখী

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]