logo
প্রকাশ: ০১:১৭:০৬ PM, শনিবার, জুন ২৪, ২০১৭
তিনি বেঁচে ছিলেন ২৫৬ বছর!
আন্তর্জাতিক ডেস্ক

‘পৃথিবীতে আমার যা যা করার কথা ছিল সবই আমি করেছি।’ মৃত্যুশয্যায় শেষ কথাটি বলে গিয়েছিলেন ২৫৬ বছর বাঁচা চীনের লি শিং ইউয়েন। অবিশ্বাস্য হলেও এটা যে সত্যি তার প্রমাণও আছে।

১৯৩০ সালে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, চীনের চেংদু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক য়ু চাং শি চায়না সাম্রাজ্যের কিছু নথি পেয়েছিলেন। তাতে দেখা যায়, ১৮২৭ সালে লি শিং ইউয়েনকে তার ১৫০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল চীন সরকার।

আরেকটি নথিতে দেখা যায়, ১৮৭৭ সালে সরকারের পক্ষ থেকে লি শিং ইউয়েনকে ২০০তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। তারও ৫৬ বছর পর মৃত্যুকে বরণ করেন এই চীনা।

জানা গেছে, ১৭৪৯ সালে ৭১ বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দেন লি শিং। সেখানে মার্শাল আর্ট বিষয়ে প্রশিক্ষণ দিতেন তিনি। বিয়ে করেছিলেন মোট ২৩টি। সন্তানের সংখ্যা ছিল ২০০ জনেরও বেশি। নিজ সম্প্রদায়ে লি শিং ইউয়েন খুবই জনপ্রিয় ছিলেন। তিনি লিখতে ও পড়তে পারতেন।

তবে ১০ বছর বয়সেই তিনি চীনের কানসু, শানসি, তিব্বত, আনাম, সিয়াম ও মাঞ্চুরিয়া প্রদেশ ভ্রমণ করেন ওষুধি লতাপাতা সংগ্রহের জন্য। ১০০ বছর বয়স পর্যন্ত তা সংগ্রহ অব্যাহত রাখেন। এরপর সেগুলো বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন এই চীনা।

লি চিং ইউয়েন ভাত থেকে তৈরি মদ ও ওষুধি লতাপাতা খেতেন। দীর্ঘ সময় বেঁচে থাকার রহস্য নিয়ে জিজ্ঞাসা করা হলে লি চিং ইউয়েন একবার বলেছিলেন, ‘মনকে শান্ত রাখো, কচ্ছপের মতো বসো, কবুতরে ছন্দে হাঁটো আর কুকুরের মতো ঘুমাও।’

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]