logo
প্রকাশ: ১১:১১:৪২ AM, বুধবার, নভেম্বর ৮, ২০১৭
‘৬০০ বছরের মধ্যেই আগুনের গোলা হয়ে উঠবে এই পৃথিবী’
অনলাইন ডেস্ক

চীনের Tencent WE Summit-এর একটি ভিডিওতে বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ স্টিফেন হকিংয়ের দেওয়া বক্তব্য সংবাদমাধ্যম থেকে সোশাল মিডিয়ায় সাড়া ফেলেছে। ওই ভিডিওতে তিনি বলেন, ৬০০ বছরের মধ্যেই ফায়ারবল বা আগুনের গোলা হয়ে উঠবে এই পৃথিবী।

জনসংখ্যা বৃদ্ধি এবং শক্তির ব্যয়ের জন্যই এমনটা ঘটবে। বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানী আরো জানান, মানব অস্তিত্ব সংকটের মুখে। টিকে থাকতে গেলে এমন এক স্থানে যেতে হবে যেখানে এর আগে কেউ যায়নি।

বিজ্ঞানীদের বিশ্বাস, Alpha Centauri হলো সৌরজগতের নিকটতম এক গ্রহ যা ঠিক পৃথিবীর মতোই বাসযোগ্য হয়ে উঠতে পারে মানবজাতির কাছে। হকিং ন্যানোক্র্যাফ্ট নামে এমন এক স্পেসক্র্যাফ্টের কথা বলেছেন যা মঙ্গলগ্রহে পৌঁছে দেবে এক ঘণ্টারও কম সময়ে। প্লুটোতে পৌছতে সময় লাগবে একদিনের মতো, অন্যদিকে Alpha Centauri-তে পৌঁছতে সময় লাগবে ২০ বছর ।

উল্লেখ্য, এরই মধ্যে বোরিস্কা নামের এক রাশিয়ান তরুণের বক্তব্যে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। তার দাবি অনুযায়ী, সে পৃথিবীতে জন্ম নেওয়ার আগে মঙ্গল গ্রহের বাসিন্দা ছিল।  

বোরিস্কার মতে, ৩৫ বছরের পর মঙ্গলের বাসিন্দাদের বয়স নাকি আর বাড়ে না, আর তারা প্রযুক্তির দিক থেকেও খুবই উন্নত।

সে আরো জানায়, প্রাচীন মিসরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মঙ্গলবাসীদের। তখন পাইলট হিসেবে সে একবার পৃথিবীতে এসেছিল। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]