logo
প্রকাশ: ১২:৩৫:০১ AM, মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০১৭
ঈশ্বরগঞ্জে বন্ধু ফোরামের সভা
ফয়সাল আহমেদ বিশাল

ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা বন্ধু ফোরামের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মকে শুভেচ্ছা জানানো হয়। চলতি বছরের ৯ মার্চ উপজেলায় যোগদানের পর থেকে মাদক, বাল্যবিয়ে, জঙ্গিবাদ, শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা নিয়ে ব্যাপক কাজ করে যাচ্ছেন মিতু মরিয়ম। শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানমুখী করার লক্ষ্যে নিরলস চেষ্টা করে যাচ্ছেন তিনি। এতে উপজেলায় বসবাসরত স্থানীয়দের মাঝে স্বস্তি বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ উপজেলা বন্ধু ফোরাম বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- অবহিতকরণের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন এ শাখার আহ্বায়ক নূরুল ইসলাম খান সুরুজ, যুগ্ম আহ্বায়ক নূরুন্নাহার পারভীন, সদস্য সচিব প্রভাষক নীলকণ্ঠ আইচ মজুমদার, সদস্য হাবিবুর রহমান, আতিকুর রহমান সুজন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]