logo
প্রকাশ: ০৩:৫৪:৩০ PM, শনিবার, জানুয়ারী ২, ২০১৬
আজকের দিন : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫
কালদর্শী

মেষ


উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি। প্রেমপ্রণয়ে অপ্রত্যাশিত আঘাত পেড়ে ফেলতে পারে। গুরুজনের দেহারোগ্যে স্বস্তি।


বৃষ


গঠনমূলক কাজের পরিকল্পনায় সাফল্য। মিষ্টিমধুর কথাবার্তায় অন্যকে প্রভাবিত করে কার্যোদ্ধার। সংক্রমণ ও হজমের গন্ডগোল ভোগাবে।


মিথুন


প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মস্থলে জটিলতার মোকাবিলা। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে। কোনও সহৃদয় ব্যক্তির কাছ থেকে উপকার পেতে পারেন।


কর্কট


কুচক্রী সহকর্মীদের মোকাবিলা করে অগ্রগতি। সৃষ্টিশীল কাজে নৈপুণ্যে বিশেষ স্বীকৃতির যোগ। অংশীদারির ব্যবসায় আর্থিক দিক থেকে ক্ষতির আশঙ্কা।


সিংহ


বহুমুখী প্রতিভার বিকাশ ও কৃতিত্বের স্বীকৃতি। সম্পত্তি ক্রয়ের উদ্যোগে জ্ঞাতিশত্রুর বাগড়া। বেদ-পুরাণ চর্চা ও সাধুসন্তদের সেবায় শান্তি।


কন্যা


বৃত্তিগত প্রশিক্ষণের সূত্রে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা। সুযুক্তির জোরে বিতর্কে জিততে পারেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত রাখাই ভাল।


তুলা


কর্মে অপ্রত্যাশিত সাফল্য ও পদমর্যাদা বৃদ্ধি। সন্তানের লেখাপড়ায় উন্নতিতে উদ্বেগের অবসান। কিডনি বা লিভারের জটিলতায় দুর্ভোগ।


বৃশ্চিক


শ্রম ও দক্ষতা সত্ত্বেও কর্মোন্নতি ফের পিছিয়ে যাওয়ার আশঙ্কা। পরোপকার করতে গিয়ে অপবাদের জেরে মনঃকষ্ট। আধ্যাত্মিক মননে শান্তি।


ধনু


শিল্পসামগ্রীর ব্যবসায় বাড়তি লগ্নির শুভ যোগ। স্বজনদের সঙ্গে মতবিরোধে পারিবারিক সমস্যা আরও বাড়বে। প্রেমপ্রণয়ে আকস্মিক বাঁক থেকে বিড়ম্বনা।


মকর


কর্মক্ষেত্রে সমস্যার সমাধান। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে অপমান সইতে হতে পারে। ব্যয়সঙ্কোচ ঘিরে সংসারে অশান্তি।


কুম্ভ


কর্মে সংস্থাগত পরিবর্তনের সম্ভাবনা। ভাল কাজের প্রতিদানে উপহাস জুটতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাতের আশঙ্কা।


মীন


কর্তৃপক্ষের সঙ্গে গোলযোগে কর্মস্থলে জটিলতা বাড়তে পারে। ভাগ্যোদয়ের লক্ষ্যে দূরভ্রমণের পরিকল্পনা। সন্তানের লেখাপড়ায় উদ্বেগের অবসান।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]