logo
প্রকাশ: ০১:৪৩:০৭ AM, শনিবার, মার্চ ৩১, ২০১৮
মরিচ ফুলের মৌ
আহমাদ স্বাধীন


 

গ্রীষ্মকালের সকালবেলা হাঁটতে বেরোই একা
নদীর ওপার কুসুম রঙা সূর্যের লাল রেখা
নদীর ঢেউয়ে কচি রোদের চিকচিকে ঝিলমিল
তার উপরে ভাসছে হাওয়ায় উড়ন্ত গাঙচিল।

সোনা রঙের রোদের ছটায় ঘুম ভেঙেছে ঘাসের
ঘুম ভেঙেছে বক, সারস ও সাদা বালিহাঁসের
খেলছে সবাই মেলছে ডানা সবুজ সবুজ আলো
নদীর পাড়ে মরিচ ক্ষেতে কী যেন চমকালো!
ছোট্ট সবুজ মরিচ ক্ষেতে টুকটুকে লাল বউ
কাঁচা মরিচ পাকা মরিচ, মরিচ ফুলের মৌ

সাদা সাদা মরিচ ফুলে মৌ থাকে টসটসে
মৌয়ের লোভে মৌমাছিরা ফুলের উপর বসে
আমিও তখন মৌমাছি হই ছিঁড়ে মরিচ ফুল
আলতো করে চুষে মধু নিচ্ছি হুলস্থুল

মরিচ ফুলের মধুমাখা এমন সকাল পেতে
আসতে পারো আমার গাঁয়ে সবুজ মরিচ ক্ষেতে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]