logo
প্রকাশ: ১২:২১:৩৯ AM, মঙ্গলবার, মে ৮, ২০১৮
নলেজ আইডিয়াল হাইস্কুলে সভা
খাদিজা আক্তার

মাদক, যৌন হয়রানি ও বাল্যবিবাহকে ‘না’ বলে সুন্দর জীবন গড়ে মানুষের উন্নয়নে তরুণদের নিবেদিত থাকার আহ্বান জানান পলাশপুরে অবস্থিত নলেজ আইডিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও এ শাখার বন্ধু ফোরামের সমন্বয়ক রুহে জান্নাতুল ফেরদৌস সুমী। সম্প্রতি আলোকিত বাংলাদেশের লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন নলেজ আইডিয়াল হাইস্কুল বন্ধু ফোরামের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য এ আহ্বান জানান রুহে জান্নাতুল ফেরদৌস সুমী। তিনি বলেন, মাদক, যৌন হয়রানি এখন প্রধান সামাজিক সমস্যা ও রাষ্ট্রীয় জীবনে এক ভয়ঙ্কর অভিশাপ। এ সমস্যার হিংস্র থাবায় অপমানের দহনে জ্বলতে থাকা অনেক তরুণী আত্মহত্যার পথ বেছে নেয়। সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে প্রকৃত মূল্যেবাধ বিকাশে এগিয়ে আসতে হবে। অসহায় ও দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার আলো পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করছে নলেজ আইডিয়াল হাইস্কুল। প্রধান শিক্ষক মো. ফখরুল আমিন বলেন, আহ্ছানিয়া মিশনের বিশ্ববরণ্যে সুনাম শুধু শুনতাম; কিন্তু এর অন্যতম সাফল্যময় প্রকাশিত দৈনিক আলোকিত বাংলাদেশ স্বাধীনতার সপক্ষে যে কাজ করছে তা উজ্জ্বল দৃষ্টান্ত। এসময় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন মো. আইয়ুব আলী, রবিউল ইসলাম, চাঁদনী, খালেদা আক্তার, সাইফুল ইসলাম, মো. রাজীব, ইভানা আক্তার, মো. বায়েজীদসহ অনেকে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]